শুক্রবার, ০৬ মে, ২০১৬, ০৩:৩৫:৪৮

যেখানে হবে নিজামীর ফাঁসি!

যেখানে হবে নিজামীর ফাঁসি!

ঢাকা : সুপ্রিমকোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদন খারিজের পর একাত্তরে আলবদর বাহিনীর প্রধান বুদ্ধিজীবী হত্যার নায়ক জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর এখন সময়ের ব্যাপার মাত্র।  

এরই মধ্যে রায় কার্যকরের বিষয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে কারা কর্তৃপক্ষ।  সূত্রে জানা গেছে, নিজামীর ফাঁসি কার্যকরের চিন্তাভাবনা করা হচ্ছে কেরানীগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় কারাগারে।  সেখানেই যদি হয় তাহলে নতুন কারাগারে প্রথম ফাঁসির ব্যক্তি হবেন নিজামী।

বৃহস্পতিবার মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিমকোর্টের একটি সূত্র জানিয়েছে, আগামী তিন চার দিনের মধ্যে রিভিউ খারিজের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হবে।  এর অনুলিপি পাঠিয়ে দেয়া হবে কারাগারে।  এরপরই শুরু হবে নিজামীর ফাঁসি কার্যকরের পালা।

তবে রিভিউ আবেদন খারিজ হওয়ার পর কারাবিধি অনুযায়ী রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে নিজামীর।  রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করলে নিজামীর দণ্ড কার্যকরে আর কোনো বাধা থাকবে না।

কারা সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চ প্রস্তুত করার জন্য নির্দেশনাও দেয়া হয়েছে।  তবে কোনো কারণে সেখানে ফাঁসির মঞ্চের সম্পূর্ণ কাজ সম্পন্ন না হলে বেছে নেয়া হতে পারে নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগার।  

সূত্র জানায়, অবশ্য কৌশলগত কারণে প্রস্তুত রাখা হচ্ছে কাশিমপুর কারাগারও।  প্রয়োজনে সেখানেও ফাঁসি কার্যকর করার মতো প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।

গাজীপুরের কাশিমপুর-২ কারাগারের ৪০ নম্বর কনডেম সেলে দিন কাটছে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর।  রেডিও'র মাধ্যমে রিভিউ (পুনর্বিবেচনা) বাতিলের রায় শুনে বিমর্ষ হয়ে পড়েন তিনি।  এ তথ্য কারা সূত্রেই জানা গেছে।  দুপুর ও রাতে কারা কর্তৃপক্ষের বরাদ্দ করা খাবার খেয়েছেন তিি।

ফাঁসি কার্যকরের ব্যাপারে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন গণমাধ্যমকে জানান, এখনো রায়ের প্রত্যায়িত অনুলিপি কারাগারে পৌঁছেনি।  সেটি পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপগুলো সম্পন্ন করেই রায় কার্যকরের প্রস্তুতি নেয়া হবে।

তিনি জানান, কেরাণীগঞ্জের নতুন কারাগারে ফাঁসি কার্যকর করা হবে কি না এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।  আইনি ধাপগুলো সম্পন্ন হওয়ার পর তা চূড়ান্ত করা হবে।

একাত্তরে মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যদণ্ড কার্যকরকে ঘিরে বিজিবি-র‌্যাব-পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।  কাশিমপুরসহ বিভিন্ন কারাগারে নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে।  সরকারের সিদ্ধান্ত এলেই ফাঁসি কার্যকরে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন কারা কর্তৃপক্ষ ।

প্রসঙ্গত, ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করার পর একই বছরের ২ অাগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।  

২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।  নিজামীকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখে চলতি বছরের ৬ জানুয়ারি চূড়ান্ত রায় দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

এরপর গত ২৯ মার্চ সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় নিজামীর আইনজীবীরা রিভিউ আবেদন করেন।  ৫ মে বৃহস্পতিবার রিভিউ আবেদন খারিজ করে দিয়ে নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
৬ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে