শুক্রবার, ০৬ মে, ২০১৬, ০৫:৩০:২৩

সরকারি চাকরির সুখবর, শিগগিরই স্কুল-কলেজে ৫ হাজার জনবল নিয়োগ

 সরকারি চাকরির সুখবর, শিগগিরই স্কুল-কলেজে ৫ হাজার জনবল নিয়োগ

ঢাকা : সরকারি চাকরির সুখবর, শিগগিরই স্কুল-কলেজে নিয়োগ দেবে ৫ হাজার জনবল।  সরকারি হাইস্কুল ও কলেজে জনবল নিয়োগ দিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে শিক্ষা অধিদফতর।  নিয়োগকৃতদের পদায়ন হবে অধিদফতরের অধীন সব সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায়।

এ ব্যাপারে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন অধিদফতরের সংশ্লিষ্টরা কর্মকর্তারা।

যেসব পদে নিয়োগ দেয়া হচ্ছে- প্রদর্শক, শরীরচর্চার শিক্ষক, গবেষণা সহকারী, সহকারী গ্রন্থাগারিক কাম-ক্যাটালগার, সাঁটলিপিকার-কাম কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার/ক্যাশিয়ার, হিসাব সহকারী, ক্যাশিয়ার, স্টোর কিপার, মেকানিক-কাম ইলেকট্রিশিয়ান, বুক স্টার, এমএলএসএস ও সুইপার।

অধিদফতর সূত্রে জানা গেছে, নানা জটিলতার কারণে পাঁচ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।  কয়েকদিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।  

এর আগে ২০১২ সালে ১৯৬৫ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  ওই পদে নিয়োগ দেয়া যায়নি নানা জটিলতায়।

জানা গেছে, ওই পদগুলোসহ এখন পাঁচ হাজারের বেশি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে।  তবে পুরনো আবেদনকারীদের নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না।

জানা যায়, দেশে কয়েক বছর ধরে সাড়ে ৬শ’র বেশি সরকারি স্কুল ও কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির পাঁচ হাজারেরও বেশি পদ শূন্য পড়ে রয়েছে।  কিছু কিছু পদে অস্থায়ী লোক দিয়ে কাজ চালানো হচ্ছে। এতে করে প্রতিষ্ঠানের আর্থিক খরচ বেড়ে যাচ্ছে।
৬ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে