শুক্রবার, ০৬ মে, ২০১৬, ০৮:০৩:৩৯

ওর বাবা-মায়ের নাম ঠিক নেই : শাহ মোয়াজ্জেম

ওর বাবা-মায়ের নাম ঠিক নেই : শাহ মোয়াজ্জেম

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, আপনি মানবতাবিরাধী অপরাধীদের বিচার করছেন ভালো কথা, কিন্তু আপনি ক্ষমতায় আসার পর থেকে গুম, খুন হত্যাসহ যত মানবতাবিরোধী অপরাধ করছেন তার বিচারও বাংলার মাটিতে একদিন হবেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ ও এমপিসহ সবার বেতন-ভাতা বৃদ্ধি করে মানবাধিকার লঙ্ঘন করেছে  সরকার।  তাদের প্রত্যেকটি অপরাধের জন্য একদিন জবাবদিহি করতে হবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

এ স্মরণসভার আয়োজন করে নাসির উদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুকের বিরুদ্ধে যুদ্ধপরাধ মামলার তদন্ত প্রসঙ্গে শাহ মোয়াজ্জেম বলেন, ওসমান ফারুক আমেরিকায় ছিলেন।  তার কাছে এ সরকারের দুর্নীতির খোঁজ-খবর থাকতে পারে।  তাই তাকে সরকার স্তব্ধ করতে চায়।

সম্প্রতি কুমিল্লায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলা করা ব্যক্তির সমালোচনা করে তিনি বলেন, ওর বাবা মায়ের নাম ঠিক নেই, ১ কোটি টাকা গুনতেই পারবে না।  মনে হয়, ও কিছু ভাগ পাইছে।

আয়োজক সংগঠনের সভাপতি সাইদ হাসান মিন্টু এতে সভাপতিত্ব করেন।  

স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতউল্লাহ, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম সাইফ আলী খান, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দালনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
৬ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে