শনিবার, ০৭ মে, ২০১৬, ১০:৪০:২০

শিক্ষামন্ত্রী হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন : ইসলামী আন্দোলন বাংলাদেশ

শিক্ষামন্ত্রী হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন : ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নাস্তিক হওয়ায় তিনি কৌশলে পাঠ্যবইয়ের সিলেবাসে নাস্তিক্যবাদ ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন বলে দাবী করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

শুক্রবার বাদ জুমা রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে জাতীয় শিক্ষানীতি- ২০১০ ও শিক্ষা আইন-২০১৬ বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য তিনি ওই দাবী করেন।

এ সময় তিনি শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদকে নাস্তিক আখ্যায়িত করে বলেন, নাস্তিক এই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। এ ধরনের শিক্ষামন্ত্রী আমরা চাই না। এই মুসলমান দেশে উনি থাকতে পারবেন না। এই শিক্ষানীতি যদি বন্ধ না করা হয়, তাহলে সরকার পতনের ডাক দেয়া হবে।

মাদানী আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকা ইউনিভাসিটিতে পড়ার সময় ছাত্র ইউনিয়ন করতেন, পরে ঢাকা মহানগর কমিউনিস্ট পার্টির সভাপতি হন। উনি আজ ইসলামের বিরুদ্ধে, ইমান আকিদার ওপরে হানা দিয়েছে।’

সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘বর্তমান সিলেবাস থেকে নবী রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামগণের জীবনচরিত বাদ দিয়ে রামকৃঞ্চ ও রামায়ণের ইতিহাস সংযোজন করা হয়েছে। যা ৯২ ভাগ মুসলমানের ঈমান ও আমলে চরম আঘাত।’
৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে