নিউজ ডেস্ক : এক বছর পূর্ণ করেছেন ঢাকা সিটি কর্পেরেশনের দুই মেয়ের। গত ২০১৫ সালের ৬ মে শপথ নিয়েছিলেন তারা। নির্বাচন পূর্বে তারা ভোট চাইতে গিয়ে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেসব প্রতিশ্রুতির মধ্যে গেল এক বছরে কতটুকু বাস্তবায়িত করলেন? কিংবা এ এক বছর কাজ করতে গিয়ে তারা কি কি বাধার মুখে পড়ছিলেন?
এ প্রসঙ্গে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের দাবি, ই-টেন্ডার চালু করে সিন্ডিকেট ভেঙে দিয়েছেন তিনি, সিটি করপোরেশনে রাজনৈতিক মাস্তানি বন্ধ করেছেন।
তিনি বলেন, এ প্রতিষ্ঠান সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি ছিলাম সেবাপ্রার্থী। কাউকে চিনি না, জানি না। কোথায় টাকা পাব, জানি না। সেবাপ্রার্থী থেকে সেবাদাতায় পরিণত হওয়ার বিষয়টি বুঝতে বুঝতে আমার ছয় মাস চলে গেছে। তবে এখন আমি সব গুছিয়ে উঠতে পেরেছি। আমার যে প্রতিশ্রুতি ছিল, তার সব কটি বাস্তবায়নের কাজ শুরু করেছি। অর্জন হয়তো অনেক নেই, তবে অল্প হলেও আছে। আমরা একটা ‘অ্যাপ’ তৈরি করেছি। এর মাধ্যমে নগরবাসী সব সার্ভিস নিতে পারবেন।
তিনি আরও বলেন, তেজগাঁওয়ের (ট্রাকস্ট্যান্ডের সামনের) রাস্তার কথা ভাবুন, গত ৩০ বছরে কেউ এ রাস্তা দিয়ে চলতে পারেনি। এই পথটুকু যেতে দুই ঘণ্টা লেগেছে। এখন কয় মিনিট লাগে? গাবতলী গরুর হাট, বিশাল সিন্ডিকেট। সব ভেঙে দিয়েছি। এ বছর দ্বিগুণ দামে ডাক হয়েছে।
ক্লিন ঢাকা প্রসঙ্গে মেয়র আরও বলেন, ক্লিন ঢাকার কাজ তো ভালোমতো হচ্ছে। বর্জ্য অপসারণ, ড্রেন পরিষ্কারের কাজ চলছে, রাস্তা করছি, অবৈধ স্থাপনা সরিয়েছি। সবকিছু করতে সময় লাগে। রাস্তায় সিসি টিভি লাগাচ্ছি। গুলশানে ইতিমধ্যে ৫০০ ক্যামেরা লেগেছে। কথা দিচ্ছি, তিন বছর পর কোনো কাজ খুঁজে পাবেন না।
এ বছরের কাজ সম্পর্কে তিনি জানিয়েছেন, এ বছর রাস্তার কাজ ধরব, এরপর পানি-সমস্যা। আরও আছে ইউলুপ, সবুজ বনায়ন, পার্ক পরিষ্কার করা—সব একসঙ্গে করব। সেই জলাবদ্ধতার সম্পর্কে বলেন, জলাবদ্ধতা নিয়েও তো কাজ হচ্ছে। এতে আমার কাজ কম। ড্রেন তো ওয়াসার।
আগের অনেক মেয়রই নগর সরকারের দাবী করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, আমি এটা দাবি করছি না। আমি মনে করি, নগর সরকার হলো সরকারের মধ্যে সরকার। আসলে নগর সরকারের দরকার নেই। একধরনের সমন্বয়ের ক্ষমতা দেওয়া দরকার। যেমন আমাকে যদি ১০০ পুলিশ দেওয়া হয়, তাহলে এই শহরের অবস্থা বদলে যাবে। এখন সব কাজের জন্য পুলিশ চাইতে হয়। আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আমাকে ১০০ পরিবেশ পুলিশ দিন। সূত্র : প্রথম আলো
৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন