শনিবার, ০৭ মে, ২০১৬, ০১:৪৩:৫০

২০০ টাকার জন্য স্ত্রীকে জবাই করে খুন

২০০ টাকার জন্য স্ত্রীকে জবাই করে খুন

নিউজ ডেস্ক : মাত্র ২০০ টাকার জন্য স্ত্রী ঝর্ণা বেগম (৩৫)কে খুন করেছেন রিকশা চালক সাহেদ আলী। গতকাল শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেছেন গ্রেপ্তারকৃত ঘাতক স্বামী। জবানবন্দি গ্রহণের পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার কল্যাণপুরের ১১ নম্বর রোডের একটি কক্ষের ভাড়া বাসায় সাহেদ আলী তার দুই শিশুপুত্রের সামনে স্ত্রী ঝরনাকে বঁটি দিয়ে জবাই করেন। পরে পুলিশ রক্তমাখা বঁটিসহ সাহেদকে গ্রেপ্তার করে। একই সঙ্গে মিরপুর থানার পুলিশ ঝর্ণার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ঝর্ণার ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে তার বাবাকে আসামি করে মিরপুর থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দিন জানিয়েছেন, গতকাল সকালে পুলিশ সাহেদকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জবানবন্দি দেওয়ার জন্য পাঠায়। আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সাহেদ আলী আদালতকে বলেন, তিনি রিকশা চালান। পাঁচ সন্তান নিয়ে কল্যাণপুরে ১১ নম্বর সড়কের পাশে এক কক্ষের একটি বাসা ভাড়া নিয়ে থাকেন। তার স্ত্রী ঝর্ণা গৃহকর্মীর কাজ করতেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁঠাল গ্রামে যাওয়ার জন্য দু-তিন ধরে তার স্ত্রীর কাছে ২০০ টাকা চেয়ে আসছিলেন। কিন্তু তিনি টাকা দিতে রাজি হচ্ছিলেন না। গত বৃহস্পতিবার দুপুরের খাবারের সময় এই টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। খাওয়ার পর তার তিন ছেলেমেয়ে বাসার বাইরে যায়। এ সময় তিনি আবারও স্ত্রীর কাছে ২০০ টাকা চান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ঝর্ণা তার পায়ে বঁটি দিয়ে আঘাত করেন। এ সময় তিনি ঝর্ণার কাছ থেকে বঁটি কেড়ে নিয়ে তার গলায় বঁটি চালিয়ে দেন।
৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে