ঢাকা : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল হানিফ বলেছেন, বিএনপি ও জামায়াত জঙ্গিবাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের নামে দেশে একের পর এক গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, দেশকে চরম সংকটের মাঝে ঠেলে দিচ্ছে একাত্তরের পরাজিত অপশক্তি, কিন্তু তারা জানে না এসব করেও সরকারকে উৎখাত করা যাবে না।
শনিবার রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, বিএনপি-জামায়াত জনগণের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ ঘোষণা করেছে। তারা এ দেশের মানুষকে গুপ্তহত্যা চালিয়ে হত্যা করে যাচ্ছেন।
তিনি বলেন, ক্ষমতায় যেতে না পেরে তারা জনগণকে বারবার আঘাত করছে। বিএনপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা হর্ণ হয়ে দেশে গুপ্তহত্যাসহ সন্ত্রসীমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
হানিফ বলেন, বিএনপির জন্মই হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। তারা বারবারই জনগণের বিরুদ্ধে আঘাত এনেছে এবং সব সময়ই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নেয়ার ব্যাপারে তিনি বলেন, আদালতে সরকারপক্ষ থেকে আপিল করা হবে। আমরা আশা করছি, জনগণের ক্ষমতা জনগণের পক্ষেই যাবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, সরকার দেশে উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সব ক্ষেত্রে এ দেশে উন্নয়ন হচ্ছে। কিন্তু একাত্তরের পরাজিত শক্তিরা বাংলাদেশে জঙ্গিবাদের আস্থা গেড়ে উন্নয়নে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। কিন্তু জঙ্গিবাদ বিএনপি-জামায়াতের এদেশে কোনো জায়গা হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুল মান্নান(এমপি), আওয়ামী লীগ কেন্দ্রীয় সদস্য এস এম কামাল, সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম প্রমুখ।
এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম