ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ঢাকা কাস্টমস কর্মকর্তারা এগুলো উদ্ধার করেন।
শনিবার দুপুরে স্বর্ণগুলো উদ্ধার করা হয় বলে জানান ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণগুলো জব্দ করা হয়েছে। তবে স্বর্ণ বহনকারীকে আটক করা যায়নি।
ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টয়লেট থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়। স্বর্ণের বারগুলো বহনকারী সম্ভবত এর আগেই সটকে পড়েছে।
৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম