ঢাকা : গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার চরিত্রহীন, দুর্নীতিবাজ ও রাজাকার পরিবারের সন্তান বলে আখ্যায়িত করেছে আওয়ামী ওলামা লীগ নেতৃত্বাধীন সমমনা ১৩ দলের নেতারা।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ কথা বলেন।
ওলামা লীগ নেতারা বলেন, জয় হত্যা সম্পর্কে শফিক রেহমানের অভিযোগকে বায়বীয় বলে ইমরান এইচ সরকার রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন। ইমরান সরকারবিরোধী দেশি-বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছে।
তারা বলেন, আওয়ামী লীগের কাঁধ থেকে মোশতাকের বংশধররা এখনো অপসৃত হয়নি। ক্ষমতাসীন সরকারের আশ্রয়-প্রশ্রয়ে ইমরান এইচ সরকার ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছেন।
ওলামা লীগ নেতারা বলেন, শফিক রেহমানের বিরুদ্ধে আনিত অভিযোগকে কোনো প্রমাণ ছাড়াই বায়বীয় বলছেন তিনি।
তারা বলেন, ইমরান খুনি মোশতাকের বংশধর। আওয়ামী সরকারের সুবিধা নিয়ে তিনি এখন আওয়ামী লীগের গোড়া কাটতে ব্যস্ত।
ওলামা লীগ নেতারা বলেন, সচেতন মহল জানেন, ইমরান রাজাকার খয়েরউদ্দীনের পরিবারের ছেলে এবং ২০০২ সালে রংপুর মেডিকেল কলেজের সক্রিয় শিবিরকর্মী ছিলেন তিনি।
তারা বলেন, সরকারকে বেকায়দায় ফেলতেই তিনি শাহবাগে নাস্তিকদের মিলন মেলা ঘটিয়েছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগকে হটিয়ে সব নাস্তিক ঘরনার দল ও ব্যক্তির সমাবেশ ঘটিয়েছেন।
৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম