নিউজ ডেস্ক : লাইফ সাপোর্টে আছেন বেগম পত্রিকার সম্পাদক নূর জাহান বেগম। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. জাহাঙ্গীর হোসেনের তত্ত্বাবধানে রয়েছেন।
শনিবার রাতে নূর জাহান বেগমের সতীর্থ অগ্রজ সাংবাদিক দিল মনোয়ারা মনু জানন, শারিরীক অবস্থা খারাপ দেখে শুক্রবার সকালে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা। অবস্থার উন্নতি না দেখে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বর্তমানে তিনি সেভাবেই আছেন।
খ্যাতিমান এই নারীর শারিরীক অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
নূরজাহান বেগমের নাতনি প্রিয়তা ইফতেখার বলেন, নূরজাহান বেগম হাসপাতালটির চিকিৎসক জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, নূরজাহান বেগমের ফুসফুসে কফ জমে নিউমোনিয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে তিনি নূরজাহান বেগমের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্য কামনা করেছেন। এ জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।
০৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম