রবিবার, ০৮ মে, ২০১৬, ০১:৩৩:০৯

হরতালের প্রতিবাদে আ.লীগের মিছিল ও সমাবেশ

হরতালের প্রতিবাদে আ.লীগের মিছিল ও সমাবেশ

ঢাকা: দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

রবিবার সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মিছিল নিয়ে জড়ো হতে থাকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সকাল নয়টার দিকে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এসময় সমাবেশে যোগ দিয়ে খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি জামায়াত যুদ্ধাপরাধীদের বাঁচাতে একের পর এক ষড়ষন্ত্র করে যাচ্ছে। মহান স্বাধীনতা যুদ্ধের সময় কয়েকটি রাষ্ট্র স্বাধীনতার বিরোধীতা করেছিল এখনো করছে। বিএনপি জামায়াত এখন এসকল বিদেশি রাষ্ট্রগুলোকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে।

তিনি বলেন, আর এই যুদ্ধাপরাধীদের বাঁচাতেই তারা হরতাল দিয়েছে। তাই এটা স্পষ্ট এই হরতালও ষড়যন্ত্রের অংশ। এর পরপরই যুবলীগ মহানগর দক্ষিনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

ঢাকার বিভিন্ন স্থান থেকে সেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা হরতাল বিরোধী মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হন। পরে তারাও সমাবেশ করে জিপিও মোড় হয়ে মিছিল নিয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল শেষ করে।

এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ কয়েকটি সরকার সমর্থক সংগঠন।
০৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে