নিউজ ডেস্ক : দলের আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে সারাদেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছে জামায়াতে ইসলামী। হরতালের সমর্থনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। কোথাও কোথাও গাড়ি ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার নিজামীর ফাঁসির রায় বহালের পরপরই এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করেন।
মাওলানা নিজামীর মুক্তির দাবিতে ডাকা হরতালের সমর্থনে রবিবার সকালে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্বদেন যাত্রাবাড়ী পশ্চিম থানা আমির খন্দকার আবুল ফাতেহ, ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি রিয়াজ উদ্দিন, শাফিউল আলম, আতিকুর রহমান, জাকির হোসাইন ও আহমদ হোসাইন প্রমুখ।
এদিকে, সকালে রাজধানীর মিরপুর কাজী পাড়ায় মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। মিরপুর পূর্ব থানা আমির মাহফুজুর রহমানের নেতৃত্বে মিছিলে থানা সেক্রেটারি আব্দুল্লাহ আল জুবায়ের, জামায়াত নেতা টুটুল, মিতুল ও শিবিরের মিরপুর পূর্ব থানা সভাপতি এনামুল হক উপস্থিত ছিলেন।
রাজধানীর কোতোয়ালী থানার উদ্যোগে হরতলের সমর্থনে রাজধানীর নয়াবাজার এলাকায় মিছিল করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা। মিছিলে জামায়াত নেতা আবু আবদুল্লাহ, আজাদ, ডা আবূ নাসের, মো: মিজান, শফিকুর রহমান, আবুবকর, গোলাম মাওলা, তৈয়বুর রহমান, আলী আজম, মো: জামাল ও মো: বেলাল উপস্থিত ছিলেন।
শেরে বাংলানগরে হরতালের সমর্থনে রাজধানীর আগারগাঁওয়ে মিছিল করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আজিজুর রহমান তোরন, মোস্তাফিজুর রহমান, খোমিনী ও জাকির হোসাইন প্রমুখ।
এদিকে, হরতালের সমর্থনে তুরাগ থানার যাত্রাবাড়ী এলাকায় মিছিল করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা। তুরাগ থানা আমির মেসবাহ উদ্দিন নাঈমের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মনির হোসেন, আবু হানিফ, মাহবুবুর রহমান, আলী হোসেন প্রমুখ।
রাজধানীর গুলশান-বাড্ডা-ভাটারা হরতালের সমর্থনে রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় মিছিল করেছে গুলশান, ভাটারা ও বাড্ডা থানার জামায়াত শিবির নেতাকর্মীরা। মিছিলে স্থানীয় জামায়াত শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হরতালের সমর্থনে রাজধানীর কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকায় মিছিল করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্বদেন কামরাঙ্গীরচর থানা আমির মাহমুদুল হাসান সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম, মো: শহিদুল্লাহ, আবুল কাসেম, আনিসুর রহমান, নোমান, এম আলী ও আলাউদ্দিন প্রমুখ।
হরতালের সমর্থনে কাফরুলে মিছিল করেছে কাফরুল ও ভাষানটেক থানার জামায়াত শিবির নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আনোয়ারুল করীম, আলাউদ্দিন, আবদুল মতিন, ইকবাল, শাহ আলম, টপিন, শামসুর রহমান ও শিবির নেতা আল আমিন ও শামীম প্রমুখ।
হরতালের সমর্থনে বিমানবন্দরের আসকোনা বাজারে মিছিল করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্বদেন জামায়াত নেতা আবু ফারহান মোঃ মুহিব মোঃ ইব্রাহিম খলিল, এম এ শিপন মোল্লা, আলফাজ উদ্দিন ভূইঁয়া, সাব্বির সওদাগর, আবুল হাসেম, সামিম হোসেন, শিবিরের থানা সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ও সেক্রেটারি মীর সিহাব প্রমুখ।
রাজধানীর গেন্ডারিয়ায় হরতালের সমর্থনে ফরিদাবাদ এলাকায় মিছিল করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা। মিছিলে জামায়াত নেতা নজরুল ইসলাম, বেলায়েত হোসেন, সালাহউদ্দিন, জাহিদুল ইসলাম, শিবির নেতা আব্দুল মাবুদ, রাসেল ও তাওহীদ উপস্থিত ছিলেন।
হরতালের সমর্থনে রাজধানীর পল্লবীতে মিছিল করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা। মিছিলে পল্লবী থানা আমির আশরাফুল আলমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উত্তরা পূর্ব থানা হরতালের সমর্থনে রাজধানীর উত্তরায় মিছিল করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা। মিছিলে জামায়াত নেতা মাহবুব মুকুল, মাহবুব ফেরদৌসী, আলমগীর কবির, ওয়াজেদ আলি খান, মিসবাহ উদ্দিন, মো. রুহুল আমিন, ইয়াকুব আলি উপস্থিত ছিলেন।
হরতালের সমর্থনে রাজধানীর মিরপুরে মিছিল করেছে জামাযাত শিবির নেতাকর্মীরা। মিছিলে জামায়াত নেতা নুরুল ইসলাম আকন্দ, জাহাঙ্গীর কবির, বেলায়েত হোসাইন, তাজুল ইসলাম, তোফাজ্জল হোসাইন, রজব আলী, শামসুল ইসলাম ও ইদ্রীস খান উপস্থিত ছিলেন।
এছাড়া হরতালের সমর্থনে হাজারীবাগ ও ধানমন্ডী থানার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন হাজারীবাগ থানা আমির আব্দুল বারী, ধানমন্ডী থানা সেক্রেটারি মোহাম্মদ আলী ও অন্যান্য জামায়াত শিবির নেতৃবৃন্দ।
রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিলও পিকেটিং করেছে। -সংবাদ বিজ্ঞপ্তি
০৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম