রবিবার, ০৮ মে, ২০১৬, ০৩:৩৭:১৩

সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করছেন বাংলাদেশি প্রকৌশলীরা!

 সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করছেন বাংলাদেশি প্রকৌশলীরা!

ঢাকা : বিদেশে নয় এবার দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করা হচ্ছে বাংলাদেশেই।  ভবনটি নির্মাণ করবে বাংলাদেশের প্রকৌশলীরাই।  অবাক হচ্ছেন? ঘটনা কিন্তু সত্যি।  

আগে যেখানে বড় প্রকল্পগুলোর পরামর্শক আনা হতো বিদেশ থেকে, এখন আর প্রয়োজন পড়বে না। বড় বড় প্রকল্পের ৮০ শতাংশের বেশিই পরামর্শক বাংলাদেশের।

নির্মিতব্য দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ১৪৩ তলা ভবন নির্মাণকাজের প্রাথমিক পর্যায় এখন পূর্বাচল চলছে। ভবনটির মাটি পরীক্ষার কাজ করছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)।  অবশ্য ভবনটি ১৩০ তলা হওয়ার কথা থাকলেও এখন এটি ১৪৩তলা করার কথা রয়েছে।

বুয়েটের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের প্রধান প্রকৌশলী আবদুল মুক্তাদির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশেও আন্তর্জাতিকমানের প্রকৌশল শিক্ষা দেয়া সম্ভব।  আগে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রিধারী শিক্ষক এক রকম ছিলই না বললেই চলে।  কিন্তু এখন এসব বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগেই ডক্টরেট ডিগ্রিধারী পর্যাপ্ত শিক্ষক রয়েছে।

আবদুল মুক্তাদির বলেন, ১৯৭৮ সালে বুয়েটের পুরকৌশল বিভাগে শিক্ষকের সংখ্যা ছিল মাত্র ১১ জন।  তখন ডক্টরেট ডিগ্রি ছিল মাত্র একজন।  এখন পুরকৌশল বিভাগে শিক্ষকের সংখ্যা ৬৪ জন।  এর মধ্যে ৪৮ জনই ডক্টরেট ডিগ্রিধারী।

বুয়েটের সবগুলো বিভাগেই এখন শতভাগ ক্লাস হয় জানিয়ে আবদুল মুক্তাদির বলেন, বাংলাদেশের অনেক প্রকৌশলী বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন, যারা বাংলাদেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাস করা।

তিনি বলেন, পদ্মাসেতু প্রকল্পেও বাংলাদেশের প্রকৌশলীরা সহযোগী হিসেবে কাজ করছেন।  এখন দেশে যত ফ্লাইওভার ও বড় সেতু নির্মিত হচ্ছে; এর সবগুলোতেই কাজ করছেন বাংলাদেশের প্রকৌশলীরা।
৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে