রবিবার, ০৮ মে, ২০১৬, ০৬:৪৯:৪৫

শাশুড়ির গায়ে পেট্রল ঢেলে আগুন দিল জামাই

শাশুড়ির গায়ে পেট্রল ঢেলে আগুন দিল জামাই

মেহেরপুর : শাশুড়ির গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছেন তার মেয়ের জামাই। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে।

জামাইয়ের দেয়া আগুনে গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ফুলসুরাতন (৬০) নামের এক বৃদ্ধা।  তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে বারটার দিকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তার জামাই হাউস আলী পেট্রল ঢেলে তার গায়ে আগুন দেয় বলে জানা গেছে।

বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ফুলসুরাতন।  আহত ফুলসুরাতন সহড়াবাড়ীয়া গ্রামের মৃত আবু বক্করের স্ত্রী।

আহতের পরিবারিক সূত্রে জানা গেছে, ফুলসুরাতনের মেয়ে মাটিকাটা শ্রমিক আম্বিয়া বেগমের সঙ্গে অপর মাটিকাটা শ্রমিক হাউস আলীর বিয়ে হয়।  বিয়ের পর বিভিন্ন সময়ে যৌতুক এনে দিতে হয়েছে হাউসকে।

আবারো টাকা দাবি নিয়ে গত কয়েক মাস ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।  এরই জেরে ২১ দিন আগে আম্বিয়া বেগম হাউস আলীকে তালাক দিয়ে মায়ের বাড়িতে ফিরে যায়।  

গতরাত সাড়ে বারটার দিকে ফুলসুরাতন বেগম নিজ বাড়িতে ঘুমিয়ে থাকার সময় তাকে আম্বিয়া বেগম মনে করে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় হাউস।  এ সময় আম্বিয়া বাড়িতে ছিলেন না। পরে প্রতিবেশীরা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, হাউসকে আটকের চেষ্টা চলছে।
৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে