সোমবার, ০৯ মে, ২০১৬, ১২:০২:৪৮

কেন্দ্রীয় কারাগারের ভেতরে নিজামী, বাইরে নিরাপত্তা জোরদার

কেন্দ্রীয় কারাগারের ভেতরে নিজামী, বাইরে নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক : ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে। রবিবার মধ্যরাতে এই কারাগারে আনার আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বলে জানা গেছে। মূল ফটকের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাত ১১ টার পর থেকে চকবাজার থানা পুলিশ, জেল পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনকে কারাগারের আশপাশে দেখা গেছে। সোমবার সকাল থেকেও গোয়েন্দা সংস্থার লোকজন কারাগারের আশপাশে তৎপর রয়েছে।

এর আগে নিজামীকে ঢাকায় স্থানান্তরের গুঞ্জনে রবিবার সন্ধ্যা থেকেই গণমাধ্যমকর্মীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভিড় জমায়। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া কারাগার থেকে লাইভ সম্প্রচার করতে থাকে। এসময়ই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মূল ফটকের বাইরের ব্যারিকেডের ভেতরে কারা কর্তৃপক্ষ ছাড়া কাউকে ঢুকতে দেয়া হয়নি।  
০৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে