নিউজ ডেস্ক : ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর দুই দিনের সফরে ঢাকায় আসছেন। আগামী বুধবার তিনি আসবেন বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
কূটনৈতিক সূত্রে জানা যায়, জয়শঙ্করের এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাবে। ঢাকায় অবস্থানকালে বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রসচিব। এ ছাড়া জয়শঙ্কর তাঁর সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
০৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম