সোমবার, ০৯ মে, ২০১৬, ০২:১১:৪৩

এরশাদের মুখে ‘নতুন পদ্ধতি’, রওশন শোনালেন ‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে’

এরশাদের মুখে ‘নতুন পদ্ধতি’, রওশন শোনালেন ‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে’

নিউজ ডেস্ক : নতুন পদ্ধতিতে নির্বাচন চান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন  মুহাম্মদ এরশাদ। সোমবার গুলশানে দলের কেন্দ্রীয় সম্মেলনের লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা জানান। আগামী ১৪ মে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ৮ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

এরশাদ বলেন, এ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি আবার জেগে উঠবে। এ সম্মেলন হবে সবচেয়ে ঝাঁকজমকপূর্ণ। সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীরা উজ্জীবিত হবে। মানুষও পার্টি সম্পর্কে নতুন বার্তা পাবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা নিজের দলের ব্যাপারে খোঁজখবর রাখো না। এটা ঠিক না। তোমাদেরকে অবশ্যই দলের ভালো-মন্দের খোঁজখবর রাখতে হবে। ২৫ বছর ক্ষমতার বাইরে থাকার পর আমরা ৩৫টি ইউপিতে জয়লাভ করেছি। বিএনপি ২৫ বছর ক্ষমতার বাইরে থাকলে তাদের অস্তিত্ব থাকত না।

এরশাদ বলেন, এভাবে নির্বাচন চলতে পারে না। পৃথিবীর অধিকাংশ দেশে ভোটাররা ব্যক্তিকে ভোট দেয় না, ভোট দেয় দলকে। এ পদ্ধতিতে নির্বাচন হলে দেশে নির্বাচনী সহিংসতা হবে না।

দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, এ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী হবে।’ এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে’ কবিতাটি আবৃত্তি করে শোনান রওশন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা জি এম কাদের, রহুল আমিন হাওলাদার, সাইদুর রহমান টেপা প্রমুখ।
০৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে