সোমবার, ০৯ মে, ২০১৬, ০২:৩৭:২২

কনডেম সেলে নিজামী, আদেশের কপির অপেক্ষা

কনডেম সেলে নিজামী, আদেশের কপির অপেক্ষা

নিউজ ডেস্ক : মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের রজনীগন্ধা কনডেম সেলে রাখা হয়েছে। এই সেলে একমাত্র ফাঁসির আসামিদেরই রাখা হয়। কারাগারের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন শুধু অপেক্ষা মৃত্যুদণ্ডাদেশের রিভিউ আবেদন খারিজের কপির।

সর্বোচ্চ আদালতের আদেশের ওই কপি কারাগারে পৌঁছালেই ফাঁসি কার্যকরের আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দায়িত্বশীল সূত্র।

কারাগার সূত্র জানায়, রীতি অনুযায়ী রিভিউ খারিজের আদেশের কপি কারাগারে পৌঁছালে তা নিজামীকে পড়ে শোনানো হবে। এ সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারসহ জেল সুপার ও ডেপুটি জেল সুপাররা উপস্থিত থাকবেন। চূড়ান্ত আদেশের কপি পড়ে শোনানোর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন ম্যাজিস্ট্রেট নিজামীর কাছে গিয়ে প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে জানতে চাইবেন।

প্রাণভিজ্ঞা চাওয়ার পর তা নিষ্পত্তির জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। তবে প্রাণভিক্ষা না চাইলে ফাঁসি কার্যকরের প্রস্তুতি নেয়া হবে।

বৃহস্পতিবার রিভিউ খারিজের পর শুক্রবার নিজামীর সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করেন স্ত্রী, পুত্র-কন্যাসহ পরিবারের ১০ জন সদস্য। ফাঁসি কার্যকরের শেষবারের মতো তার সঙ্গে দেখা করা যাবে।

এর আগে রুববার রাত ১১ টার পর থেকে চকবাজার থানা পুলিশ, জেল পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনকে কারাগারের আশপাশে দেখা গেছে। সোমবার সকাল থেকেও গোয়েন্দা সংস্থার লোকজন কারাগারের আশপাশে তৎপর রয়েছে।

এর আগে নিজামীকে ঢাকায় স্থানান্তরের গুঞ্জনে রবিবার সন্ধ্যা থেকেই গণমাধ্যমকর্মীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভিড় জমায়। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া কারাগার থেকে লাইভ সম্প্রচার করতে থাকে। এসময়ই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মূল ফটকের বাইরের ব্যারিকেডের ভেতরে কারা কর্তৃপক্ষ ছাড়া কাউকে ঢুকতে দেয়া হয়নি।  
০৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে