সোমবার, ০৯ মে, ২০১৬, ০৬:৫০:২৫

১১ মে এসএসসির ফল, ২৬ তারিখ থেকে কলেজে ভর্তি

১১ মে এসএসসির ফল, ২৬ তারিখ থেকে কলেজে ভর্তি

নিউজ ডেস্ক : এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১১ মে বুধবার প্রকাশ করার কথা রয়েছে।  যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা কলেজে ভর্তির প্রস্তুতি নেবে।

সব সরকারি-বেসরকারি কলেজে আগামী ২৬ মে থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে।  ক্লাস শুরু হবে ১০ জুলাই থেকে।

আগের ন্যায় এবারো মাধ্যমিকের ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিধান রেখে নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার সচিবালয়ে সংশ্লিষ্টদের নিয়ে এক সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এবারো অনলাইন ও মোবাইলের মাধ্যমে আগামী ২৬ মে থেকে ৯ জুন পর্যন্ত কলেজে ভর্তির আবেদন নেয়া হবে।

তিনি বলেন, গত বছর শিক্ষার্থীরা পাঁচটি কলেজ পছন্দ রাখার সুযোগ পেলেও এবার ১০টি কলেজকে বেছে নিতে পারবে।

মন্ত্রী বলেন, ভর্তি ফিসহ অন্য বিষয়গুলো গতবারের মতই থাকবে।  ১৬ জুন মেধাতালিকা প্রকাশ করা হবে।  ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে।  

তবে বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ২০ জুলাই ভর্তি হওয়া যাবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এবার প্রবাসীদের সন্তানদের জন্য শূন্য দশমিক ২ শতাংশ এবং বিকেএসপির শিক্ষার্থীদের জন্য শূন্য দশমিক ২ শতাংশ কোটা বরাদ্দ রাখা হয়েছে।

এবার এসএসসি পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী অংশ নেয়।
৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে