নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক বিপ্লব কান্তি দাস তার স্বাস্থ্য পরীক্ষা করেন।
পরীক্ষা শেষে বিপ্লব কান্তি দাস জানান, নিজামী শারীরিকভাবে সুস্থ আছেন। তার রক্তচাপ (প্রেসার) স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, নিজামীর সাজা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের রায় তাকে ইতোমধ্যে পড়ে শোনানো হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার পরপরই সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর, ঢাকা রেঞ্জের ডিআইজি গোলাম হায়দার তাকে রায়টি পড়ে শোনান।
এর আগে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার কেশব রায় চৌধুরীর নেতৃত্বে চার কর্মকর্তা লাল ফাইলে মোড়ানো রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেন।
১০ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন