ঢাকা : আবার যাত্রীর পেট থেকে স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে ৪০০ গ্রাম ওজনের ৪টি সোনার বার উদ্ধার করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।
বিমানবন্দর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোর ৫টায় মালয়েশিয়া থেকে আসা ০৮৯ নম্বর ফ্লাইটে বেল্লাল হোসেন নামে ওই যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরের গ্রিন চ্যানেল পাড় হওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন শুল্ক কর্মকর্তারা।
জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার না করলে হাসপাতালে এক্স-রে করার পর তার পেটে চারটি সোনার বার পাওয়া যায়। পরে পেট থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয় বলে জানান কর্মকর্তারা।
তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়।
১০ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম