ঢাকা : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর রায় কার্যকরকে কেন্দ্র করে নাশকতাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরো রাজধানীজুড়ে কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১০ মে) সন্ধ্যার পর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। তবে কত সময় পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে এ বিষয়ে কিছু জানা যায়নি।
এদিকে আজ রাতেই কার্যকর হতে পারে নিজামীর ফাঁসির রায়। রায় কার্যকরে ইতোমধ্যে সরকার ও কারা কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানানো হয়েছে।
১০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই