বুধবার, ১১ মে, ২০১৬, ০১:০০:৪৮

‘আমাদের মাথা থেকে একটা কালো দাগ মুছে গেল’

‘আমাদের মাথা থেকে একটা কালো দাগ মুছে গেল’

নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় দেশের মাথা থেকে একটি কলঙ্ক দাগ মুছে গেল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই মন্তব্য করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন বলেন, এটা জাতির প্রত্যাশা ছিল দীর্ঘ দিনের। তারপর আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার প্রত্যাশা ছিল আরো দীর্ঘ দিনের। আমি মনে করি, আজকে আমাদের আমাদের মাথা থেকে একটা কালো দাগ মুছে গেল। এই দিনটির অপেক্ষায় আমরা ছিলাম। যে আমরা মুক্তিযোদ্ধারা দেখে যেতে পারছি, যারা যুদ্ধাপরাধী যারা মানবতা বিরোধী কর্মকাণ্ড করেছিলেন তাদের বিরুদ্ধে রায়গুলো কার্যকর হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে মতিউর রহমান নিজামী ফাঁসি হলো। তিনি আমাদের অনেক তরুণকে হত্যা করেছেন। মনিপুর পাড়ায় আমি যেখানে থাকি সেখানকার বদিকে তিনি হত্যা করেছেন। এমন অনেক উদাহরণ আছে। অনেক নৃশংসতার উদাহরণ রয়েছে।

মন্ত্রী আরো বলেন, ‘আজকে নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে, এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন, আজ তা পূর্ণ হলো। মুক্তিকামী বাঙালিরা এই দিনটিকে স্মরণ করবে।’

উল্লেখ্য, ফাঁসি কার্যকর করা হয়েছে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর। আজ রাত ১২টা ১০ মিনিটে তাকে ফাঁসিতে ঝুলানো হয় বলে নিশ্চিত করেছে কারা সূত্র।
১১ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে