নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিকে এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন।
নিজামীকে ফাঁসি দেয়ার প্রতিবাদে ডাকা কর্মসূচির মধ্যে রয়েছে : ১১ মে বুধবার সারা দেশে ও প্রবাসে জন্য গায়েবানা জানাজা; ১২ মে বৃহস্পতিবার সকাল ৫টা থেকে ১৩ মে শুক্রবার সকাল ৫টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল; ১৩ মে শুক্রবার দেশব্যাপী দোয়া।
উল্লেখ্য, ফাঁসি কার্যকর করা হয়েছে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর। আজ রাত ১২টা ১০ মিনিটে তাকে ফাঁসিতে ঝুলানো হয় বলে নিশ্চিত করেছে কারা সূত্র।
১১ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস