নিউজ ডেস্ক : ফাঁসি কার্যকর করা হয়েছে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর। দণ্ড কার্যকরে আগে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর সঙ্গে তার পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেন।
মঙ্গলবার রাত পৌনে ৮টায় তিনটি মাইক্রোবাসে করে নিজামীর স্বজনরা কারাগারে আসেন। তাদের মধ্যে ছিলেন নিজামীর স্ত্রী, পুত্র, কন্যাসহ মোট ১৮ জন। নিজামীর সঙ্গে শেষ দেখা করতে কারাগারে এসছিলেন তারা। রাত ৯টা ২৫ মিনিটের দিকে কারাগার থেকে বের হয়ে গাড়িতে চলে যায় নিজামীর স্বজনরা।
কারা সূত্রে খবরনুযায়ী, শেষ মুহূর্তে পরিবারের সদস্যদের কাছে পেয়ে নিজামী আবেগপ্রবণ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি সবাইকে নিয়ে মোনাজাত করেন এবং সেটি দীর্ঘক্ষণ ধরে চলে।
সূত্রের দাবি, নিজামী তার পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। সবার খোঁজ-খবর নেন। নিজের জন্য সবার কাছে দোয়া চান। পরিবারের সদস্য ও দলের নেতা-কর্মীদের নিজামী ধৈর্য ধরার পরামর্শ দেন।
ফাঁসির মঞ্চে উঠার আগে নিজামী তার পরিবারসহ দলের সব নেতাকর্মীকে ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন। নিজামী তার পরিবারের সদস্যদের সঙ্গে শেষ দেখায় পরিবারসহ দলের নেতাকর্মীদের এ পরামর্শ দিয়ে যান।
মঙ্গলবার রাতে নিজামীর সঙ্গে সাক্ষাৎ শেষে কারাগার থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা জানান নিজামীর ভাতিজি।
নিজামীর ভাতিজি জানান, তারা যখন কারাগারের ভেতর প্রবেশ করেন তখন নিজামী নামাজ পড়ছিলেন। এরপর তিনি তাদের জানান, তিনি নিজে শক্ত আছেন এবং পরিবারসহ দলের নেতাকর্মীদের ধৈর্য্য ধরার পরামর্শ দেন।
নিজামীর সঙ্গে দেখা করে পরিবারের সদস্যরা ৯টা ২৫ মিনিটের দিকে কারাগার থেকে বেরিয়ে যান।
১১ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস