নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর মুখ খুলেছে পাকিস্তান জামায়াতে ইসলামী। সে দেশে জামায়াতের আমির সিরাজুল হক বলেছেন, মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে বাংলাদেশ জুলুম করেছ। এসময় পাকিস্তানের নীরবতা কোন ভাবেই কাম্য নয়।
সিরাজুল হক বলেন, মতিউর রহমানের ফাঁসি কার্যকর করা নিন্দনীয় কাজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী মতিউর রহমানকে রক্ষা করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারতেন। কিন্তু এই বিষয়ে কর্তৃপক্ষ নীরবতা পালন করছে।
তিনি আরও বলেন, মতিউর রহমানের ফাঁসি হওয়াটা আমাদের জন্য অনেক দুঃখজনক। এছাড়াও পাকিস্তান জামায়াতে ইসলামীর নেতা লিয়াকত বালুচ মতিউর রহমান নিজামীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। -দৈনিক পাকিস্তান
১১ মে, ২০১৪/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস