নিউজ ডেস্ক : দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ফলাফল ঘোষণা করবেন।
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.২২%। এবারে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৪৮ হাজার ৮৬৫ পরীক্ষার্থী অংশ নেয়।
মাদ্রাসা বোর্ড দাখিল www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া যেকোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল পাওয়া যাবে। মাদ্রাসা বোর্ডের জন্য DAKHIL স্পেস MAD স্পেস ২০১৫ লিখে ১৬২২২ ও পাঠালে ফল জানা যাবে।
১১ মে, ২০১৪/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস