বুধবার, ১১ মে, ২০১৬, ০৩:১৭:০৩

‘দেবর-ভাবির মাথা কামানো’ সেই চেয়ারম্যান শপথ নিয়েছেন

‘দেবর-ভাবির মাথা কামানো’ সেই চেয়ারম্যান শপথ নিয়েছেন

সঞ্জয় কুমার দাস : সালিশে দেবর-ভাবির মাথা কামিয়ে দেওয়ার মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি পটুয়াখালীর গজালিয়া ইউনিয়ন পরিষদের সেই চেয়ারম্যান খালিদুল ইসলাম স্বপন শপথ গ্রহণ করেছেন।

খালিদুল ইসলাম গত ২২ মার্চ প্রথম দফা নির্বাচনে গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। খালিদুল উপজেলা যুবলীগের সভাপতি এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসেনের ছোট ভাই।

মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গলাচিপা উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক একেএম সামিমুল হক ছিদ্দিকী।

গত ২৬ মার্চ সালিশে গৃহবধূ ও তার দেবরের মধ্যে ‘পরকীয়ার অভিযোগ তুলে’ লাঠিপেটার পর মাথা কামিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পরদিন চেয়ারম্যান স্বপনসহ ৭ জনকে আসামি করে গলাচিপা থানায় মামলা দায়ের করেন ওই গৃহবধূর স্বামী।

গলাচিপা থানার পরির্দশক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, মামলার পর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর আসামি শামসুল হক ডাকুয়াকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে ছাড়া পান।  

তিনি বলেন, ওই মামলায় গত ৪ মে খালিদুল ইসলাম স্বপন, গজালিয়া ইউনিয়নের তৎকালীন (ঘটনার সময়) চেয়ারম্যান কুদ্দুস মিয়া ও ইউনিয়ন শ্রমিক লীগ নেতা শামসুল হক ডাকুয়াসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আগামী রোববার (১৫ মে) অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি হবে।

অভিযোগপত্রে আসামিদের পলাতক দেখানো হয়েছে বলে জানান পরিদর্শক রফিক।

শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান, সংসদ সদস্য লুৎফুন্নেসা, জেলা পরিষদের প্রশাসক খান মোশারেফ হোসেন ও গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুজ্জামান লিকন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সামিমুল হক ছিদ্দিকী বলেন, গেজেট অনুযায়ী গলাচিপা উপজেলায় নির্বাচিত সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শপথ পড়ানো হয়েছে।

“সেখানে অভিযোগপত্রভুক্ত কোনো আসামি শপথ নিয়েছেন কি না এমন তথ্য আমার কাছে থাকার কথা নয়।”

পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান বলেন, জেলা প্রশাসকের দরবার হলে আইনশৃংখলা কমিটির নির্ধারিত সভা ছিল। গলাচিপার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পড়ানো হবে বা অভিযুক্ত কোনো চেয়ারম্যান উপস্থিত থাকবেন এ তথ্য জানা ছিল না। -বিডিনিউজ
১১ মে, ২০১৪/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে