নিউজ ডেস্ক : আজ এসএসসি পরীক্ষার ফলাফল দিবে। এমন আনন্দ ছিল চোখ মুখজুড়ে। এমন আনন্দ নিয়েই রোজকার মত বন্ধুদের সাথে ক্রিকেট খেলার জন্য মাঠে গিয়েছিল বাবুল শিকদার দিদার (১৭)। এরপর সেখান থেকে সে বন্ধুদের হাতে খুন হন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বাবুল শিকদারের তিন বন্ধুকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম বলতে পারেননি এসআই শাহজাহান।
এদিকে দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হল। বাবুল পেয়েছে জিপিএ-৫। কিন্তু এ রেজাল্ট দিয়ে কী করবেন বাবুলের বাবা? বাবা মোস্তফা শিকদার বুক চাপড়ে তাই বলছেন, ‘আমার ছেলেই নাই, এখন তার ফলাফল দিয়ে কী করমু?’
রাজধানীর মিরপুর জনতা হাউজিং মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুদের ব্যাট-স্ট্যাম্পের আঘাতে খুন হয় বাবুল। আজ বুধবার সকাল ১০টার দিকে ঘটে এ মর্মান্তিক ঘটনা। বাবুল মিরপুরের বরবাগ আদর্শ হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।
জানা গেছে, সকাল ১০টার দিকে জনতা হাউজিং ধানক্ষেত খেলার মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যায় বাবুল। খেলার একপর্যায়ে তার কথা কাটাকাটি হয় অন্যদের সঙ্গে। তখন বন্ধুরা উত্তেজিত হয়ে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে তার মাথায় ও ঘাড়ে আঘাত করে।
পরে আহত অবস্থায় বাবুলকে দ্রুত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবন্নতি হলে আগারগাঁও নিউরো সায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানেই দুপুর পৌনে ১টার দিকে মারা যায় বাবুল।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বলেছেন, ‘আমরা খবর পেয়ে আগারগাঁওয়ের হাসপাতালে গিয়ে স্কুলছাত্র বাবুলের মৃতদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য বিকেল ৩টার দিকে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
১১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন