বুধবার, ১১ মে, ২০১৬, ০৫:২৭:১৭

জাতীয় মসজিদে নিজামীর জানাজা শেষে শিবিরের ‘ভি’ চিহ্ণ

জাতীয় মসজিদে নিজামীর জানাজা শেষে শিবিরের ‘ভি’ চিহ্ণ

নিউজ ডেস্ক : মানবতা বিরোধী অপরাধে ফাঁসি হওয়া মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

আজ বুধবার জোহরের নামাজের পরই মসজিদের ভেতর ওই জানাজা পড়ানো হয়। এতে অংশ নেন জামায়াত শিবির কর্মীরা। এ সময় মস‌জি‌দের বাইরে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতা‌য়েন ছিল।

জানা গেছে, জানাজার নামাজের আগে জামায়াত শি‌বি‌রের কর্মীরা অন্যান্য মুস‌ল্লি‌দের স‌ঙ্গে জোহ‌রের নামা‌জে অংশ নেন। এরপর জানাজা সম্পন্ন ক‌রে দ্রুত মস‌জিদ প্রাঙ্গণ ত্যাগ করেন তারা। এসময় অনেককেই ‘ভি’ চিহ্ন (বিজয়সূচক) দেখাতে দেখা গেছে। গতকাল কারাগারে নিজামীর সঙ্গে শেষ সাক্ষাৎ করতে এসেও দুই স্বজন ‘ভি’ চিহ্ন দেখিয়েছিলেন।

অবশ্য জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, জানাজার নামাজে অংশগ্রহণের জন্য সকাল থেকেই বায়তুল মোকাররম এলাকায় মানুষ জড়ো হতে থাকেন। তবে পুলিশ দুপুর ১টার আগে কাউকে মসজিদের ভেতর প্রবেশ করতে দেয়নি। আজানের পর পুলিশ গেট খুলে দেয়।
১১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে