ঢাকা: জামায়াতে ইসলামের ডাকা হরতালের কারণে আগামীকালের (বৃহস্পতিবার) এইচএসসি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। এইচএসসি ও সমমানের ১২ মে বৃহস্পতিবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ মে।
বুধবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জািরয়েছেন, ১২ মের পরীক্ষাগুলো আগামী ২০ মে শুক্রবার নেওয়া হবে। সকালের পরীক্ষা সকাল ৯টা থেকে এবং বিকালের পরীক্ষা বেলা আড়াইটা থেকে শুরু হবে।
উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত। এর আগে জামায়াতে ইসলামীর হরতালের ৮ মে রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে ৯ মে সোমবার নেওয়া হয়।
১১ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস