বুধবার, ১১ মে, ২০১৬, ০৮:৪১:৩১

অংকে কাঁচা বরিশাল

অংকে কাঁচা বরিশাল

নিউজ ডেস্ক : ২০১৬ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ করা হয়েছে। সাধারণ শিক্ষাবোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে। তবে এ বোর্ডের ফলাফলে সবচেয়ে ভুগিয়েছে অংকটাই। সারাদেশের সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়েই অংকে সবচেয়ে কম পাস বরিশালের, কৃতকার্য ৮৬ দশমিক ৯৮ শতাংশ।
 
এদিকে শুধুমাত্র অংকে সর্বাধিক কৃতকার্য হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড, ৯৭ দশমিক ৯৯ শতাংশ। তবে সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে অংকে সর্বাধিক ৯৭ দশমিক ১ শতাংশ কৃতকার্য হয়েছেন রাজশাহী শিক্ষাবোর্ডে।
 
এছাড়া অন্যান্য শিক্ষাবোর্ড সমূহের মধ্যে অংকে পর্যায়ক্রমে কৃতকার্য হয়েছেন চট্রগ্রাম শিক্ষাবোর্ডে ৯৬ দশমিক ৮১ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে ৯৫ দশমিক ৪১ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৯৫ দশমিক ২৬ শতাংশ, ঢাকা শিক্ষাবোর্ড ৯৩ দশমিক ১০ শতাংশ,  ‍কুমিল্লা শিক্ষা বোর্ডে ৯২ দশমিক ১৯ শতাংশ, কারিগরি শিক্ষাবোর্ডে ৯১ দশমিক ৭৫ শতাংশ আর সিলেট শিক্ষাবোর্ডে ৮৮ দশমিক ৩১ শতাংশ।
 
অংকের মতো ইংরেজিতেও রাজশাহী শিক্ষাবোর্ডে পাশের হার সবচেয়ে বেশি। এ বোর্ডে ইংরেজিতে কৃতকার্য হয়েছেন ৯৯ দশমিক ১৮ শতাংশ। সিলেট শিক্ষাবোর্ডে ইংরেজিতে পাশ করেছেন ৯৮ দশমিক ৮২ জন,  যশোরে ৯৮ দশমিক ৬৪ শতাংশ, মাদরাসা শিক্ষাবোর্ডে ৯৮ দশমিক ৫ শতাংশ, বরিশাল বোর্ডে ৯৮ দশমিক ৩ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে ৯৭ দশমিক ৫৭ শতাংশ, কারিগরি শিক্ষাবোর্ডে ৯৭ দশমিক ৮৪ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৯৬ দশমিক ৫৮ শতাংশ, ঢাকা বোর্ডে ৯৫ দশমিক ৫৩ শতাংশ ও কুমিল্লা বোর্ডে ৯৪ দশমিক ৯৯ শতাংশ পরীক্ষার্থী।  
 
৯৯ দশমিক ৬৬ জন পাশ করে রসায়নে সবচেয়ে বেশি কৃতকার্য হয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড। এরপরই আছে যশোর শিক্ষাবোর্ড ৯৯ দশমিক ৪১ শতাংশ।  অন্যান্য বোর্ডের মধ্যে ৯৮ দশমিক ৮১ শতাংশ বরিশাল শিক্ষাবোর্ড,   ঢাকা ও চট্রগ্রাম শিক্ষাবোর্ডে যৌথভাবে ৯৮ দশমিক ৭১ শতাংশ,  সিলেট শিক্ষাবোর্ডে ৯৮ দশমিক ৭০ শতাংশ, কুমিল্লা ৯৮ দশমিক ৪ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে ৯৭ দশমিক ৩১ শতাংশ, মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৯৫ দশমিক ৭৩ শতাংশ এবং কারিগরি শিক্ষাবোর্ডে ৯৫ দশমিক ৩৫ শতাংশ।
 
পদার্থবিদ্যায় সবচেয়ে বেশি কৃতকার্য হয়েছেন রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষার্থীরা। পদার্থবিদ্যায় তাদের কৃতকার্যের হার ৯৯ দশমিক ৬৬ শতাংশ। ৯৯ দশমিক ৩৫ শতাংশ পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছেন যশোর শিক্ষাবোর্ড। এ বিষয়ে চট্রগ্রাম শিক্ষাবোর্ডে কৃতকার্য হয়েছেন ৯৮ দশমিক ৭৬ শতাংশ, ঢাকা বোর্ডে ৯৮ দশমিক ৭৩ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে ৯৮ দশমিক ৭০ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯৮ দশমিক ৬০ শতাংশ, সিলেট বোর্ডে ৯৭ দশমিক ৬৬ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৯৭ দশমিক ৫৬ শতাংশ, বরিশাল বোর্ডে ৯৫ দশমিক ১৫ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৭৫ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী।-বাংলামেইল
১১ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে