নিউজ ডেস্ক: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে মনোনয়ন দাখিলের সময় শেষ হওয়ার ৮ দিন পরে প্রার্থী তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। এ ধাপে চেয়ারম্যান পদে ৫৩ ইউপিতে কোনো প্রার্থী দিতে পারেনি বিএনপি। অন্যদিকে ২৪ ইউপিতে শুধু আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছে। গত ৩রা মে পঞ্চম ধাপের ৭৩৩টি ইউপির মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল। এরপর এক সপ্তাহের বেশি সময় পার হলেও মনোনয়ন দাখিলকারীদের তথ্য একীভূত করে, তা প্রকাশ করতে পারেনি কমিশন। এদিকে আজই এ ধাপের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সর্বশেষ গতকাল সংশ্লিষ্ট শাখা থেকে এ ধাপে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীদের তথ্য প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যের হিসেবে দেখা যায়, পঞ্চম ধাপে ৭৩৩ ইউপিতে চেয়ারম্যান পদে সর্বমোট ৩ হাজার ৭১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে দলীয় প্রার্থী রয়েছে এক হাজার ৮২৭ জন। স্বতন্ত্র প্রার্থী রয়েছে এক হাজার ৬৯০ জন। রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে ৭৩৩ ইউপিতেই রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। এর মধ্যে ২৪টি ইউপিতে আওয়ামী লীগের ছাড়া অন্য প্রার্থী নেই। এদিকে বিএনপির প্রার্থী রয়েছে ৬৮০ ইউপিতে। সে অনুযায়ী এবার ৫৩টি ইউপিতে প্রার্থীহীন থাকতে হচ্ছে প্রধান এই রাজনৈতিক দলটিকে।
ইসি কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হলে এই সংখ্যাটি দুদিক থেকেই বাড়ার আশঙ্কা রয়েছে। একদিকে বিএনপির প্রার্থী সংখ্যা আরো কমে যেতে পারে। অন্যদিকে আওয়ামী লীগের একক প্রার্থীর সংখ্যা বেড়ে যেতে পারে। গত চার ধাপে এমনটাই ঘটেছে। ইসির হিসাব অনুযায়ী, প্রথম চার ধাপে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন ১৪১ জন। এদের সবাই ক্ষমতাসীন দলের প্রার্থী। এ ছাড়া, প্রথম ধাপে ১১৯টি, দ্বিতীয় ধাপে ৭৯টি, তৃতীয় ধাপে ৮১টি ও চতুর্থ ধাপে শতাধিক ইউপিতে বিএনপির প্রার্থী ছিল না।
সারা দেশে ৪,৫৪৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে চলতি বছরে মেয়াদ উত্তীর্ণ হয়েছে ৪,২৭৫টির। মেয়াদ উত্তীর্ণ হওয়া এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন ৬টি ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রথম চার ধাপের নির্বাচন শেষ হয়েছে। বাকি আছে আরো দুই ধাপ। প্রথম চার ধাপে সারা দেশে নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ৮০ জন। আহত হয়েছেন ৫ হাজারের বেশি। আগামী ২৮শে মে পঞ্চম ধাপের এবং ৪ঠা জুন ৬ষ্ঠ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবারের ইউপি নির্বাচন।-মানবজমিন
১২ মে, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ