নিউজ ডেস্ক : মানবতা বিরোধী অপরাধে নিজামির ফাঁসি কার্যকর করায় সরকার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জয়, পলাতক নিজামী এবং গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে নাগরিকত্ব দেওয়ার কারণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মন্ত্রী বানানোর কারণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ধিক্কার জানান। নিন্মে সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
জয়ের ফেসবুকে থেকে : “গতকাল জঘন্যতম একজন রাজাকার নিজামির ফাঁসি হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধে জামায়াত ও পাকিস্তানী সেনাবাহিনীর হাতে ৩০ লক্ষ শহীদের খুনের বিচার করতে ৪৫ বছর লেগে গেছে।
দেশ থেকে পলাতক নিজামী এবং গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে জিয়াউর রহমান তাদেরকে নাগরিকত্ব দেন। তার স্ত্রী খালেদা জিয়া নিজামিকে তার সরকারের মন্ত্রী বানিয়েছিলেন। তাদেরকে ধিক্কার জানাই।
নিজামী এবং বাকি যুদ্ধাপরাধীদেরকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বিচারের আওতায় আনেন। এটি পুরো আওয়ামী লীগের এক অসাধারণ অর্জন। যুদ্ধাপরাধীদেরকে অভিযুক্ত করে দোষী সাব্যস্ত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।”
১২ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস