নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয়ার প্রতিবাদে দেশব্যাপী বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ২৪ ঘণ্টার হরতাল শুরু হয়েছে, চলবে শুক্রবার সকাল ৫টা পর্যন্ত।
সকালে রাজধানী ঢাকাসহ সারা দেশের শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। এখন পর্যন্ত কোথাও হরতাল কেন্দ্রিক কোনো ধরণের অঘটনের খবর জানা যায়নি। এদিকে হরতালকে ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের সর্বত্র র্যাব-পুলিশ টহল দিচ্ছে।
বুধবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে তিনি ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিবৃতিতে জানানো হয়- হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।
হরতালের পর শুক্রবার দেশ ও দেশের জনগণের কল্যাণ এবং বিশেষভাবে মাওলানা নিজামীর জন্য দেশব্যাপী দোয়া দিবস পালন করবে জামায়াত।
১২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম