বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ১২:৪৩:৩০

মৃত্যুদণ্ড বাতিল চেয়ে সরকারকে উকিল নোটিশ

মৃত্যুদণ্ড বাতিল চেয়ে সরকারকে উকিল নোটিশ

নিউজ ডেস্ক : সাজা হিসেবে মৃত্যুদণ্ডকে নিষ্ঠুর ও অমানবিক উল্লেখ করে বাংলাদেশের সব ধরনের আইন থেকে মৃত্যুদণ্ড বাতিল চেয়ে সরকারকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুচ আলী আকন্দ বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। এতে আগামী ২৪ ঘণ্টার স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে নোটিশের জবাব দিতে বলা হয়ছে।

একই সঙ্গে, এ আবেদনের বিষয়ে দেশের আইন থেকে মৃত্যুদণ্ড রহিতকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, বিশ্বের ১৪০টি দেশের আইন থেকে মৃত্যুদণ্ড উঠিয়ে দেয়া হয়েছে। তাই সাজা হিসেবে মৃত্যুদণ্ডকে নিষ্ঠুর, অমানবিক উল্লেখ করে তা বাতিল চাওয়া হয়েছে। অ্যামনেস্টির তথ্যমতে, এখন পর্যন্ত ১৪০টি দেশ মৃত্যুদণ্ড আইনগতভাবে বা প্রথা হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করেছে।  

২০০৪-২০১৩ পর্যন্ত দশ বছরে মৃত্যুদণ্ড বিলোপকারী দেশের সংখ্যা বেড়েছে। ২০১৩-র শেষে বিশ্বের মোট ৯৮টি দেশ মৃত্যুদণ্ড দেয়ার আইন তুলে দিয়েছে।

২০০৪-তে মৃত্যুদণ্ড নিষিদ্ধ ছিল ৮৫টি দেশে। অবশ্য কিছু দেশে আইনত মৃত্যুদণ্ড চালু থাকলেও তা কার্যকর করা হয় না। এই ধরনের দেশের সংখ্যা ৫২। অর্থাৎ মোট (৯৮+৫২) ১৪০টি দেশে এখন মৃত্যুদণ্ড হয় আইনত নিষিদ্ধ অথবা নিষিদ্ধ না হলেও মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না।

৫৮টি দেশে এখনো মৃত্যুদণ্ডের বিধান আছে। এ পরিসংখ্যানে আছে বাংলাদেশের নাম। বাংলাদেশের আশপাশের দেশগুলোর মধ্যে ভুটান, নেপাল, মিয়ানমার ও মরিশাসে মৃত্যুদণ্ড বিলোপ করেছে। শ্রীলংকা ও মালদ্বীপে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও কোনো তা কার্যকর করা হচ্ছে না।
১২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে