ঢাকা : বহুল আলোচিত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর আপিল মামলা আজ মঙ্গলবার শুনানির জন্য কার্যতালিকায় এসেছে।
সোমবার বিকালে সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, নিজামীর মামলাটি মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় ৭ নম্বরে রাখা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে আজ থেকে আপিল শুনানি শুরু হতে পারে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া মৃত্যদণ্ড থেকে খালাস চেয়ে নিজামীর পক্ষে ২০১৪ সালের ২৩ নভেম্বর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন তার আইনজীবীরা।
এ আপীলের এ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন জয়নুল আবেদিন তুহিন। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপীলে মোট ১৬৮টি যুক্তি দেখানো হয়েছে।
গত বছরের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামি নিজামীকে মৃত্যুদণ্ড দেন।
রায়ে বলা হয়, নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬টি অভিযোগের মধ্যে ৮টি অভিযোগ প্রমাণিত হয়েছে। ৪ অভিযোগে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মুত্যুদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল। অপর ৪টি অভিযোগে তাকে যাবজ্জীন করাদণ্ড দেয়া হয়। বাকি ৮টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়।
৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ