নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক সরকার। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিজামীর এমন সাজা প্রাপ্য ছিল না।
এর আগে নিজামীর রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছিলেন, মাওলানা নিজামী কোনো অন্যায় করতে পারেন বলে তিনি বিশ্বাস করেন না।
একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে বুধবার রাতে মাওলানা নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। তবে মৃত্যুর আগে নিজামী নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন তার প্রতি অন্যায় করা হয়েছে। আর জামায়াত বলছে, যুদ্ধাপরাধের বিচারের নামে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ চরিতার্থ করা হচ্ছে।
হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘ বলছে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক মান রক্ষা করা হয়নি। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, নিজামীর পক্ষে মাত্র চারজন সাক্ষীকে সাক্ষ্য দেয়ার অনুমতি দেয়া হয়েছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক লিখিত বিবৃতিতে বলা হয়, ‘গভীর অনুতাপের সাথে’ তারা নিজামীর ফাঁসি সম্পর্কে অবগত হয়েছে। আমরা এই ফাঁসির তীব্র নিন্দা জানাই। কারণ আমরা বিশ্বাস করি নিজামীর এই শাস্তি প্রাপ্য ছিল না এবং আমরা মরহুমের প্রতি আমাদের শোক প্রকাশ করছি।’
বিবৃতিতে বলা হয়, সামাজিক শান্তি রক্ষায় সচেষ্ট ‘বাংলাদেশি ভাইদের’ প্রতি তুরস্ক সংহতি জানিয়ে যাবে। তারা তিন বছর ধরে বাংলাদেশ মৃত্যুদণ্ড রহিত করার আহ্বান জানিয়ে আসছে। কারণ মৃত্যুদণ্ডে বাংলাদেশে সামাজিক উত্তেজনা তৈরি হচ্ছে।
১২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম