নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি কার্যকরের পর পরামর্শ করতে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত দেবরিম ওজটুর্ককে ডেকে পাঠিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে ১১ই মে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজামীর ফাঁসি দেয়ায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।
কূটনৈতিক সূত্রের উদ্বৃতি দিয়ে এ খবর দিয়েছে তুরস্কের অনলাইন হুরিয়াত ডেইলি নিউজ। পত্রিকাটিকে কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আজকের মধ্যেই রাজধানী আঙ্কারায় পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।
নিজামীর ফাঁসির নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানও। তিনি ১০ই মে বলেছেন, একজন মুজাহিদকে ফাঁসি দেয়ার মানসিকতার আমি নিন্দা জানাই।
নিজামীর বয়স ৭০ বছরের ওপরে। আমি বিশ্বাস করি তিনি পৃথিবীকে কোন অপরাধ করেন নি। তিনি বলেন, এটা ঘৃণার বহিঃপ্রকাশ। বার বার আমাদের পদক্ষেপ নেয়ার পরও তাকে মৃত্যুদ- দেয়া হয়েছে। এটা কোন সুশাসনও নয়, নয় কোন গণতান্ত্রিক মানসিকতা।
১২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম