ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী অক্টোবরে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শংকরের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান পররাষ্ট্রসচিব এম শহীদুল হক।
বুধবার বিকেলে দু'দিনের সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শংকর। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ভারত সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণ করে ভারত সফরের ব্যাপারে সম্মতি জানিয়েছেন বলে জানান পররাষ্ট্র সচিব।
তিনি জানান, আগামী অক্টোবরে পাঁচ দেশের সংগঠন ব্রিকসের সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
১২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম