ঢাকা : রাজধানীর বারিধারা থেকে ইয়াসমিন রাজবয় (৪৫) নামের এক পাকিস্তানি নারীকে আটক করেছে পুলিশ। তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে গুলশান জোন পুলিশের উপকমিশনার মোস্তাক আহমেদ আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে বারিধারার ৮ নম্বর রোডের একটি বাড়ি থেকে ইয়াসমিন রাজবয় আটক করে গুলশান থানা পুলিশ। এর বেশিকিছু জানাতে পারেননি তিনি।
সূত্রে জানা গেছে, আটক পাকিস্তানি নাগরিক ‘সিটি স্কুল ইন্টারন্যাশনাল’ নামে গুলশানের একটি স্কুলের (জুনিয়র শাখার) অধ্যক্ষ হিসেবে কর্মরত। ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে স্কুলের অন্য শিক্ষকরা তার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গতকাল বুধবার রাতে তিনি বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্কুলের শিক্ষকরা তাতে বাধা দেন।
সারা রাত ওই বাসায় অবস্থান করে বৃহস্পতিবার পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে দুপুরে নারীকে থানা হেফাজতে নেয়।
ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা অভিযোগ করেন, অধ্যক্ষ ইয়াসমিন রাজবয় স্কুলের প্রভিডেন্ট ফান্ড ও শিক্ষক-শিক্ষিকার বেতন থেকে ১ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
ইয়াসমিন রাজবয়কে ছাড়িয়ে নিতে বিকেলে থানায় হাজির হন ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনেনর ডেপুটি হাইকমিশনার শামিমা মেজবাহ।
তিনি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকও করেন বলে থানা সূত্রে জানা যায়।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি রায় কার্যকর করার পর তীব্র নিন্দা জানিয়ে নিন্দাপ্রস্তাব এনেছে পাকিস্তান।
এর জবাব চাইতে আজ ঢাকায় পাক হাইকমিশনকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনারকেও তলব করা হয়েছে বলে জানা গেছে।
১২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম