নিউজ ডেস্ক : আজ রাজধানীসহ সারাদেশের ১০ জেলায় বজ্রপাতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে।
বজ্রপাতে ঢাকায় দুজন, রাজশাহীতে তিনজন, গাজীপুরে দুজন, হবিগঞ্জের বানিয়াচঙ্গে একজনসহ অন্তত ২৩ জন মারা গেছেন।
ঢাকা : রাজধানীর ডেমরার কাঠেরপুল এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই ছাত্র নিহত হয়। এ সময় আরো একজন আহত হয়েছে।
এ ঘটনা ঘটে বিকেল পাঁচটার দিকে কোনাপাড়ার কাঠেরপুল এলাকার কনকর্ড বালুর মাঠে।
নিহতরা হলেন আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রুম্মান হাসান লিঙ্কন (২১) ও পলিটেকনিক্যালের শিক্ষার্থী সাহেদ ওরফে সোহাগ (২১)। আহতের নাম রায়হান (১৮)।
রাজশাহী : বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়নে বজ্রপাতে মারা গেছেন তিনজন। আহত হয়েছেন ৪জন।
নিহতরা হলেন আতা নারায়ণপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (২), হাততৈড় গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ (৫০) এবং ডাঙ্গাপাড়া গ্রামের সৈত চন্দ্র (৩০)।
আহতরা হলেন উপজেলার পুল্লাকুড়ি গ্রামের জালাল উদ্দিন (৪০), বারইপাড়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী আলিমন বেগম (৭০) এবং মোল্লাডাইং গ্রামের সমির উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (২৮)।
আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সাতানা গ্রামের সানাউল্লাহ বেপারীর ছেলে মো. সাত্তার আলী (২৬) এবং কাপাসিয়ার খিরাটি গ্রামের কাজল মিয়ার স্ত্রী রুবিনা (৪০)।
গৃহবধূ রুবিনা মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
হবিগঞ্জ : বানিয়াচং উপজেলার প্রতাপপুর গ্রামে বজ্রপাতে হাবিব মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বিকেল ৪টায় প্রতাপপুর গ্রামের পাশের হাওরে এ ঘটনা ঘটে। নিহত হাবিব ওই গ্রামের শেখ তাজুল মিয়ার ছেলে। হাওরে বোরো ধান কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
১২ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম