নিউজ ডেস্ক : টেকনাফে একটি আনসার ক্যাম্পে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এসময় দূর্বৃত্তদের গুলিতে এক আনসার নিহত হয়েছে। হামলাকারীরা ওই ক্যাম্প থেকে ১১টি আগ্নেয়াস্ত্র লুট করে নিয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার ভোরের দিকে টেকনাফের হ্নীলার মুচনী এলাকায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এ হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা। কী কারণে এ হামলা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনির কর্তারা। বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আনসার সদস্যদের বরাত দিয়ে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মোহাম্মদ কাসেম জানান, ভোরের দিকে একদল সশস্ত্র ডাকাত শরণার্থী ক্যাম্পের শালবাগান আনসার ব্যারাকে হামলা চালায়। এতে আনসার কমান্ডার আলী হোসেন আহত হন। পরে তাকে উদ্ধার করে ক্যাম্প হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আনসার কমান্ডার আলী হোসেন (৫৫) টাঙ্গাইল জেলার সফিপুর এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে। তার মরদেহ ক্যাম্প হাসপাতালে রাখা হয়েছে।
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন