শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০১:৫৫:০৯

নিজামীর ফাঁসিতে ভারতের সমর্থন

নিজামীর ফাঁসিতে ভারতের সমর্থন

নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রতি সমর্থন দিয়েছে ভারত! যদিও ইসলামপন্থী শীর্ষ এই নেতার ফাঁসি কার্যকরের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেছেন, যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশে অভ্যন্তরীণ ইস্যু।  এতে ব্যাপক জনসমর্থন রয়েছে।  ১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের ঝুলে থাকা বিচার প্রক্রিয়ায় ভারতের সমর্থন আছে।

তবে নিজামীর বিচার প্রক্রিয়াকে ভারত সমর্থন করলেও কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ বিচারের সমালোচনা করেছে। তুরস্ক এবং পাকিস্তানও এই বিচারের কড়া সমালোচনা করেছে।
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে