শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০২:৫৬:১৫

বজ্রপাতে মন্ত্রীর ভাইসহ আজ আরও ৬ জনের মৃত্যু

বজ্রপাতে মন্ত্রীর ভাইসহ আজ আরও ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আজ শুক্রবার দেশের চারটি জেলায় বজ্রপাতে ৬জন মারা গেছে। এরমধ্যে জয়পুর হাটে ২, নওগাঁয় ২, চট্টগ্রামে ১ ও গাইবান্ধাতে ১ জন মারা যায়। এর আগে বৃহস্পতিবার দেশের ১৫টি জেলায় একইভাবে মারা গেছে আরও ৩৯ জন। এ নিয়ে দু’দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।

সূত্রের দেয়া তথ্য মতে, জয়পুরহাট জেলার সদর ও ক্ষেতলাল উপজেলায় পৃথক দুই স্থানে বজ্রপাতে দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টা ও ১০টার দিকে পৃথক বজ্রপাতে এ দুজন মারা যান। নিহতরা হলেন-জেলার ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামের আছাদুজ্জামানের ছেলে মানিক হোসেন (৩৫) ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ইসমাইল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৩)।

শুক্রবার বেলা ১১টায় ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামের মাঠে ধান কাটার সময় বজ্রপাতে মানিক হোসেন নামে এক শ্রমিক মারা যান। এর আগে সকাল ১০টায় একইভাবে মৃত্যু হয় সদর উপজেলার তুলশীগঙ্গা নদী তীরবর্তী সতিঘাটা এলাকায় আরেক ধানকাটা শ্রমিক আফজাল হোসেনের।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ও ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বজ্রপাতে এ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর দীঘিপাড়া ও মহাদেপুর উপজেলার ধঞ্জইল গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে বজ্রপাতে এদের মৃত্যু হয়। মৃতরা হলেন-পোরশা উপজেলার নীতপুর দীঘিপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে ইব্রাহিম (১৪) ও মহাদেপুর উপজেলার ধঞ্জইল গ্রামের কৃষক শচীন মুহরি (৫৮)।

স্থানীয়রা জানান, সকালে ঝড়-বৃষ্টির সময় ইব্রাহিম বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া, মাঠে ফসল দেখতে গিয়ে  ধঞ্জইলে বজ্রপাতে মৃত্যু হয় কৃষক শচীন মুহরির।  নওগাঁ সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ফইল্ল্যাতলী এলাকায় বজ্রপাতে আমজাদ হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক সাবেক গণশিক্ষা মন্ত্রী ও হালিশহর-ডবলমুরিং আসনের সরকার দলীয় সাংসদ ডা. আফসারুল আমীনের চাচাতো ভাই বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ বাংলামেইলকে বলেন, 'সকালে বৃষ্টিপাতের সময় সড়কে অপেক্ষমান হালিশহর ফইল্ল্যাতলী এলাকায় বজ্রপাতে আমজাদ হোসেন মারা যায়।

এছাড়াও গাইবান্ধা জেলার সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের খোর্দ্দ মালীবাড়ি পূর্বপাড়া গ্রামে বজ্রপাতে মারা গেছেন সিরাজুল ইসলাম। শুক্রবার সকালের দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে সিরাজুল ইসলাম বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে সিরাজুল ইসলাম গুরুতর আহত হন। এসময় লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।  
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে