শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০৪:৫১:৪০

জামায়াত-বিএনপি নির্মূলের দায়িত্ব নেবে জনগণ :চুমকি

জামায়াত-বিএনপি নির্মূলের দায়িত্ব নেবে জনগণ :চুমকি

ঢাকা : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি বলেছেন, আমরা চাঁদাবাজমুক্ত পরিবহন সেক্টর দেখতে চাই।  চাঁদাবাজমুক্ত পরিবহন সেক্টর গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।  এ বছরের বাজেটে যোগাযোগ খাতে বেশি বরাদ্দ থাকবে।

জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার পরিবহন শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি।  

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাসহ ১২ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ এ সমাবেশ আয়োজন করে।

মেহের আফরোজ চুমকি বলেন, যারা বাংলাদেশে বসে এখনো পাকিস্তানের স্বপ্ন দেখেন জনগণ তাদের ক্ষমা করবে না।  জামায়াত-বিএনপি নির্মূলের দায়িত্বও নেবে এ দেশের জনগণই।

সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, কুয়েত আওয়ামী লীগের সভাপতি সাদেক হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে সংগঠনের এক বিক্ষোভ মিছিল মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
১৩ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে