নিউজ ডেস্ক : গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে মারা গেছেন ৪৩ জন। আজ শুক্রবার দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মারা গেছেন ১১ জন।
নাওগাঁ : নওগাঁর পোরশা উপজেলার নিতপুর দীঘিপাড়া ও মহাদেপুর উপজেলার ধঞ্জইল গ্রামে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পোরশা উপজেলার নীতপুর দীঘিপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে ইব্রাহিম (১৩) ও মহাদেপুর উপজেলার ধঞ্জইল গ্রামের কৃষক শচীন মুহুরী।
চট্টগ্রাম : সাবেক মন্ত্রী আফছারুল আমীনের চাচাতো ভাই আমজাদ আলী (২৯) বজ্রপাতে মারা গেছেন। শুক্রবার সকাল নয়টার দিকে পাহাড়তলী থানার বারুণী ঘাট বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
জয়পুরহাট : জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলায় বজ্রপাতে ধান কাটার সময় দুই শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টায় ও বেলা ১১টায় সদর ও ক্ষেতলাল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ইসমাইল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৩) ও ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামের আছাদুজ্জামানের ছেলে মানিক হোসেন (৩৫)।
গাইবান্ধা : সকাল সাড়ে ১১টার দিকে জেলার সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের খোর্দ্দ মালীবাড়ি পূর্বপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা যান।
হবিগঞ্জ : হবিগঞ্জে বজ্রপাতে একজন নিহতের সংবাদ পাওয়া গেছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
সাভার : সাভার পৌর এলাকার ছায়াবিথী সোসাইটির বালুরমাঠে বজ্রপাতে মন্টু মিয়া (১৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলায় বজ্রপাতে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন খড়ক গ্রামের আব্দুস সালাম মণ্ডলের ছেলে স্কুল পড়ুয়া আনিসুর রহমান (১৪) ও পৌর এলাকার বেতুয়া পৌলশিয়া গ্রামের মোকলেসুর রহমানের মেয়ে লিমা আক্তার (১৪)।
সাভার, ধামরাই : সকালে বজ্রপাতে সাভারের ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা নয়াচরে মনির হোসেন (১৩) নামে এক কিশোর মারা যায়।
১৩ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম