শনিবার, ১৪ মে, ২০১৬, ০১:১৪:০১

উড্ডয়নকালে খুলে গেল বাংলাদেশ বিমানের দরজা, কি ঘটল তারপর?

উড্ডয়নকালে খুলে গেল বাংলাদেশ বিমানের দরজা, কি ঘটল তারপর?

চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে উড্ডয়নকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের দরজা খুলে গেছে। প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে ওমানের রাজধানী মাস্কট যাচ্ছিল বিমানটি। এসময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এই ঘটনা ঘটে। তবে বিমানটির যাত্রা বাতিলের পর যাত্রীরা শেষ পর্যন্ত নিরাপদে বিমানটি থেকে নেমে পড়ে।  

আহসান নামের ওই বিমানের এক যাত্রী জানান, বিমানটি উড্ডয়নকালে একটি দরজা খুলে পড়ে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে বিমানটি উড্ডয়ন না করে রানওয়েতে নিরাপদে থামানো হয়। এরপর যাত্রীরা সবাই নিরাপদে নেমে যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশের সহকারী কমিশনার (ইমিগ্রেশন) পলাশ কান্তি নাথ জানান, ওমানের রাজধানী মাস্কটগামী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইটটি সকাল সাড়ে ৯টায় উড্ডয়ন করে। যাত্রীরা বিমানের ওঠার পর রানওয়েতে যাওয়ার জন্য বিমানটি কিছুটা পেছনে সরে আসে। কিন্তু তখনও বোডিং ব্রিজ সরে না আসার বিমানের দরজা আটকে যায়। পরে ফ্লাইটটি বাতিল করা হয়।

মাস্কটগামী যাত্রীদের নিয়ে দুপুরে বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট যাত্রা করবে বলেও জানান তিনি।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে