নিউজ ডেস্ক : জাতীয় পার্টির ৮ম জাতীয় সম্মেলনে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। পরে দলের ঊর্ধ্বতন নেতারা এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে গঠনতন্ত্র বিতরণকে কেন্দ্র করে একেবারে সম্মেলনস্থলের সামনেই নেতাকর্মীদের মাঝে ঘটনা ঘটেছে। এসময় মঞ্চে জাতীয় মহিলা পার্টির চেয়ারম্যান সালমা ইসলাম বক্তব্য রাখছিলেন।
জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে মঞ্চে ওঠার সিঁড়ি থেকে গঠনতন্ত্র বিতরণ শুরু করা হয়। বিতরণ শুরু হওয়ার পরপরই হৈ-হুল্লোর শুরু হয়। এক পর্যায়ে সিঁড়িতে অবস্থান নেয়া নেতাদের সঙ্গে নিচে অবস্থান নেয়া কাউন্সিলরদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম