সাভার: সাভারের হেমায়েতপুরে ঘরের ভেতর থেকে এক পরিবারের তিন কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজন আপন ভাই। আরেকজন নিহতদের মামাত ভাই।
শনিবার সকালের ওই এলাকার মেসার্স প্রাপ্ত ডেইরি ফার্ম-২ এর এক কর্মচারীর ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান সাভার মডেল থানার এসআই নাসির উদ্দিন।
নিহতরা হলেন ডেইরি ফার্মের কর্মচারী জিয়াউর রহমানের ছেলে জীবন (১৬), নাসির (১৫) ও তাদের মামাত ভাই শাহাদাত হোসেন।
জিয়াউর ডেইরি ফার্মের দুইটি কক্ষে পরিবার নিয়ে থাকেন। জীবন ও নাসির পাশের একটি গ্যারেজে ও শাহাদাত ডেইরি ফার্ম মালিকের রেস্তোরাঁয় কাজ করতো বলে জানান এসআই নাসিরউদ্দিন।
জীবনের মা নাসরিন আক্তার বলেন, রাত ১১টার দিকে খাওয়া দাওয়া করে তিন ভাই পাশের কক্ষে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে না ওঠায় ডাকতে গিয়ে তাদের লাশ দেখে পুলিশে খবর দেন।
তবে কীভাবে এই তিন কিশোরের মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এসআই নাসিরউদ্দিন। তিনি বলেন, আমরা লাশ তিনটা উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে বিস্তারিত একটু পরে জানাব।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম